Free Fire Giveaway Tournament July 2022 in Diamondtopupbd

হ্যালো গেমারসবৃন্দ
আসসালামু আলাইকুম, Diamondtopupbd পক্ষ থেকে সকলকে স্বাগতম। বিগত ৭ মাস যাবত আমরা আমাদের কাস্টমারদের মধ্যে একটা মাসিক গিভওয়ে টুর্নামেন্ট আয়োজন করে আসছি। তাই ওয়েবসাইট চালু করার পর এইবার আমাদের ওয়েবসাইটের কাস্টমারদের নিয়ে এই প্রথমবার ফ্রিতে গিভওয়ে করতে যাচ্ছি। গিভওয়েতে যারা অংশগ্রহণ করতে চান তাদের নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

ধাপগুলোঃ

১. প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করতে হবে।

২. লিঙ্কে ঢুকার পর একটু নিচে স্ক্রল করলে Reviews অপশনে ক্লিক করবেন

৩. এবার আমাদের ওয়েবসাইটে একাউন্ট করা থাকলে তারা ৫ স্টার রেটিং দিয়ে, আমাদের সার্ভিস কেমন লাগে তার একটি মন্তব্য লিখে Submit বাটনে ক্লিক করবেন।

৪. যাদের আমাদের ওয়েবসাইটে একাউন্ট করা নাই তারা ৫ স্টার রেটিং দিয়ে, নিজের নাম, ইমেইল এড্রেস, এবং আমাদের সার্ভিস কেমন লাগছে তার একটি মন্তব্য লিখে Submit বাটনে ক্লিক করবেন।

৫. মন্তব্য সাবমিট করার পর তার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন।

উপরের ৫ টি ধাপ অনুসরণ করে যারা মন্তব্য সাবমিট করছেন তারা আমাদের এই Whatsapp নাম্বারে আপনার মন্তব্য করা স্ক্রিনশটটি এবং “আমি গিভওয়েতে জয়েন করতে চাই” এই লেখাটি কিংবা কথাটি লিখে ম্যাসেজ করবেন।

তারপর আমরা একটা গ্রুপের লিংক দিব ওখানে জয়েন দিবেন এবং ঠিক জুলাই মাসের শেষ দিন মানে ৩১ শে জুলাই-এ টুর্নামেন্ট সম্পর্কে নিয়মাবলি,গিভওয়ে কি থাকবে এবং সলো ম্যাচের রুম কোড এবং পাসওয়ার্ড গ্রুপে দেওয়া হবে।

[বিঃদ্রঃ এই টুর্নামেন্টের শর্তাবলী, সময় নির্ধারণ, সংশোধন সবকিছু সিদ্ধান্ত Diamondtopupbd-র হস্তক্ষেপে গৃহীত হবে।]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *